সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

Kaushik Roy | ০১ মে ২০২৫ ০২ : ০৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসন্ন মুর্শিদাবাদ জেলা সফরে কিছু পরিবর্তন করা হয়েছে।

এর আগে প্রশাসনের তরফে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী আগামী ৫ মে মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছাপঘাটি ময়দানে একটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি সামশেরগঞ্জের হিংসা কবলিত এলাকায় যাবেন এবং সেখানে সাধারণ মানুষ এবং দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষতিপূরণ দেবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৫ তারিখ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলাতে এলেও ওইদিন তাঁর কোনও কর্মসূচি থাকবে না। ৬ তারিখ মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি তথা নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন, 'মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে আমরা জানতে পেরেছি আগামী ৫ তারিখ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসবেন এবং ওই দিন রাতে বহরমপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করবেন।'

তিনি আরও জানান, '৬ মে মুখ্যমন্ত্রীর প্রথমে সড়ক পথে জঙ্গিপুরের সামশেরগঞ্জে আসার কথা রয়েছে। সেখানে কয়েকটি গ্রামে এবং ধুলিয়ানে নিজের কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী ওই দিন দুপুর দু'টো নাগাদ সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক করে বিভিন্ন প্রকল্পের সুবিধা যোগ্য উপভোক্তাদের হাতে তুলে দেবেন।' 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে এদিন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের নেতৃত্বে জঙ্গিপুর সাংগঠনিক জেলার দলের সমস্ত শীর্ষ পদাধিকারীদেরকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের আগে বহরমপুর থেকে সামশেরগঞ্জ পর্যন্ত দীর্ঘ পথ মুখ্যমন্ত্রীর ছবি, ব্যানার, ফ্লেক্স, পোস্টার দিয়ে ভরিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ৬ মে সামশেরগঞ্জের কয়েকটি গ্রাম এবং ধুলিয়ান পুরসভার কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখতে পারেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিক হিংসায় সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কিছু পরিবার এবং দোকানদারের হাতে ওই দিন তিনি ক্ষতিপূরণ তুলে দিতে পারেন। পাশাপাশি তাদের জন্য বিশেষ কোনও প্রকল্পের কোথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে প্রশাসনের কর্তাদের অনুমান।


Mamata Banerjee Chief MinisterMamata Banerjee MurshidabadMurshidabad News

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া